Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক)আনসার ভিডিপি সংগঠন ভুক্তদের জন্য এবং যারা সংগঠন ভূক্ত হতে ইচ্ছুক তাদের জন্য-

   ১.সংগঠন সম্পর্কে তথ্য আদান-প্রদান।

২.সংগঠন ভুক্ত হবার সুযোগ প্রদান এর সহায়তা করা।

৩.প্রশিক্ষণ প্রহণ কার্যক্রম- এর সাহযোগিতা প্রদান।

৪.ক্লাব-সমিতি প্রতিষ্ঠা করায় সহযোগিতা প্রদান।

৫.অঙ্গীভূতির জন্য প্যানেলকরণ কার্যক্রমের সহযোগিতা প্রদান।

৬.অঙ্গীভূত করণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদান।

৭.সংগঠনভূক্তির প্রত্যয়ন, প্রশিক্ষণ গ্রহণের প্রত্যয়ন এবং না-দাবী প্রদান

এর সুপারিশ করা।

৮.সাংগঠনিক বিধান মোতবেক কল্যাণ তহবিলের প্রক্রিয়া গ্রহণ ও

সুপারিশসহ অগ্রবর্তী করা।

৯.আইনানুগ বিহিত পাওয়ার সহযোগিতা করা।

১০.অঙ্গীভূত করণের জন্য জেলা কিংবা বাইরের জেলার জন্য প্রয়োজনীয়

পুলিশ প্রতিপাদনের প্রক্রিয়া গ্রহণ এর সুপারিশ করা।

১১.জমাকৃত ডকৃমেন্টস সংরক্ষণ ও চাহিদা মোতাবেক আইনানুগ প্রক্রিয়ায়

তা প্রদান এবং

১২. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কার্যক্রমে সহযোগিতা করা।

খ)সংগঠনের বাইরে সরকারী দপ্তর/স্থানীয় সরকার/বেসরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য :

    ১.মূল্যের বিনিময়ে নিরাপত্তা সেবা প্রদান (অঙ্গীভূত আনাসার 

     মোতায়েন ও পরিচালনা) সুপারিশ করণ।

২.জনসয়যোগ ও জনমত গঠনে সহায়তামূলক কার্যক্রম।

৩.সরকারের নির্ধারিত কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা।

৪.সরকারী নির্দেশনা অনুযায়ী এবং সরকারী অর্থায়নে স্থানীয়

ও জাতীয় কার্যক্রমে অঙ্গীভূত আনসার মোতয়েন (পূজা,নির্বাচন ইত্যাদি)

সুপারিশ ও সহযোগিতা করা।

৫.সাংগঠনিক তথ্য জানানো।